রহমতের মাস এলোরে রমজান: জুয়েনা ইসলাম

রহমতের মাস এলো রমজান
গুণাহ সকল হবে যে মাপ ,
এসো তুলি দু-হাত করি মোনাজাত
করি আল্লাহর কাছে গুণাহ মাপের ফরিয়াদ।
কত পাপিতাপি শুদ্ধ হবে
রমজানের এই উসিলায়- আল্লাহর রহমতে,
বড় নির্বোধ, বোকা সে
রহমতের এই মাসে পাপ যার না মুছে।
বছর ঘুরে আসে রমজান
আগামীর রমজানে কে যায়, কে আসে,
কত মানুষ হবে পরিণত লাশে
কে তা বলতে পারে।
বিগত দিন ভুলে গিয়ে
এসো গড়ি নিজেকে নতুন করে,
এসো চলি সত্য ও সুন্দরের পথে নবীজি যে পথ দেখিয়ে গেছে।