কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এরপরই গুঞ্জন উঠেছে রাখি নাকি এইচআইভি ভাইরাস তথা এইডসে আক্রান্ত। জরায়ুর টিউমার অপসারণ করতে গিয়ে ধরা পড়েছে রোগ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে এ নিয়ে এখনও অফিসিয়াল কোনও মন্তব্য পাওয়া যায়নি চিকিৎসকদের তরফ থেকে। শুধু এই খবর নয়, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানা থেকে নামিয়ে রাখিকে হাঁটানোর চেষ্টা করছেন নার্সরা। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদমাধ্যম।
এর আগে সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী রীতেশ জানিয়েছিলেন, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। অনেকেই মনে করেছিলেন রাখি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকদের কথায়, রাখির জরায়ুতে টিউমার হয়েছে। এমনকী, চিকিৎসকরা ক্যানসারের সম্ভাবনার কথাও বলেছেন। দয়া করে রাখির জন্য প্রার্থনা করুন। শোনা যাচ্ছে, সেই টিউমারের অস্ত্রোপচারের পরই রাখির এইচআইভি ধরা পড়ে।
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center