রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল চালক নিহত

রাজশাহী ব্যুরো :

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, দ্রæতগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। ট্রেনটি রাজশাহী নগরীতে প্রবেশের পর ডিঙ্গাডোবা এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় মোটরসাকেলের চালক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ও চালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নাই। এখানরা স্থানীয়রা নিজ থেকে গেট ফেলে দেন। তবে বনলতা ট্রেনটি আসতে দেখেও গেটটি কেউ ফেলেননি। এই অবস্থায় একজন মোটরসাইকেল চালক ট্রেনটি আসতে দেখেও পার হওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে মোটর সাইলে চালকের মৃত্যু হয়েছে মৃত্যু পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এম.চৌ:/ পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *