
পলি রানী দেবনাথ: “কমিউনিটি রেডিও সম্প্রচার প্রযুক্তি অন্তর্ভুক্তকরণ এবং ডিজিটাল রুপান্তরে চ্যালেঞ্জ সমূহে মোকাবিলা” বিষয়ক কর্মশালা আজ রবিবার (২৭ আগস্ট) রেডিও পল্লীকন্ঠের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান, প্রোগ্রাম প্রডিউসার মো: আল-আমীনসহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজকবৃন্দ।
সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণে জনমানুষকে উদ্বুদ্ধকরণ ও উৎসাহিত করতে বেতার শক্তিশালী হাতিয়ার।
তারবিহীন যোগাযোগের অন্যতম মাধ্যম হলো রেডিও। প্রযুক্তি নির্ভর এই সমাজে বেতার তার জনপ্রিয়তা এবং গ্রহনযোগ্যতা ধরে রেখে এগিয়ে যাচ্ছে।
রেডিও মাধ্যমকে ডিজিটালাইজেশন করা প্রসঙ্গে কর্মশালায় আলোচনা করা হয়।
এম.চৌ:/পথিক নিউজ