সোহেল রানা,স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে আনুমানিকভাবে রাত ৩ ঘটিকায় বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
সোমবার(১২মে) গভীর রাতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খাঁজার ছোট ছেলে কামাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। টিন শেট(রেল-বাকানো ঘর) ঘরের অপর প্রান্তে স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন কামাল হোসেন,আগুনের উপস্তিতি টের পেয়ে ঘর থেকে বেড়িয়ে এসে,লোকজন ডাকাডাকি করে,গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যায়,পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
৫০ হাতের মতো(চার রুম) টিনশেট ঘরে,ফার্নিচার বানানোর জন্য প্রায় তিন লাখ টাকার কাঠ,বিভিন্ন প্রয়োজনীয় কাগজ,গরু বেচাঁ নগদ ৫৫ হাজার টাকা ও বাড়ির আসবাবপত্রসহ আনুমানিক ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বাড়ির মালিক সহ এলাকাবাসী জানান বৃষ্টির কারণে বিদ্যুৎ আগুন লাগার আগ পর্যন্ত ছিল না। কামাল হোসেন পরিস্থিতি সামলাতে না পেরে কালীগঞ্জ থানায় জিডি করার সিদ্ধান্ত জানান।