শনিবার রবিবার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে :
শনিবার, ১০ অক্টোবর সকাল ৭টা থেকে দুপুর ২টা- বিক্রয় ও বিতরণ বিভাগ পাহাড়তলীর আওতাধীন খুলশী/১০ নং ফিডারের আওতায় মনসুরাবাদ স্টোর, ওয়াপদা কলোনি, রঙ্গীপাড়া, মোল্লা পাড়া, মাইজ্জা পাড়া ও তৎসংলগ্ন এলাকা।
শনিবার, ১০ অক্টোবর সকাল ৭টা থেকে দুপুর ২টা- বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদের আওতাধীন ১১ কেভি ফিডার নং এইচ/০৪ ও এইচ ০৫ এর আওতায় ব্যাপারি পাড়া সিঙ্গাপুর মার্কেট, হাজী পাড়া, দাইয়া পাড়া, হাড্ডি কোম্পানি, পান্না পাড়া, চৌমহনী, শেখ মুজিব রোড পূর্বপাশ, টিএন্ডটি কলোনি, সাউথ ল্যান্ড সেন্টার, বাদামতল, মগপুকুর পাড়, দাম্মা পুকুর পাড়, পাঠানতুলী, নাজির পোল ও আশপাশ এলাকা।
রবিবার, ১১ অক্টোবর সকাল ৭টা থেকে দুপুর ২টা-
বিক্রয় ও বিতরণ বিভাগ রামপুরের আওতাধীন ৩৩ কেভি রামপুর-আগ্রাবাদ। রামপুর ১১ কেভি এইচ- ০৬ এবং এইচ-০৮ এর আওতায় সোনালী আবাসিক, শান্তিবাগ আবাসিক, কে ব্লক, এল ব্লক ও কর্ণফুলী আবাসিক ও আশপাশ এলাকা।