শাহনেওয়াজ উজ্জ্বল শিশিরের কবিতা সত্যবাণী

সত্যবাণী
শাহনেওয়াজ উজ্জ্বল শিশির
যতনে মিলিয়া পাইবে উচ্চতা মানিক রতন, সপিণ্ড মিলিবে ভক্তির সাজিয়া সুন্দর কথন।
দুঃখের পিঞ্জরে সুখের দেখিতে পাইবে সদয়,
হেলায় কাটিলে দিবস-রজনী অদৃষ্ট উদয়।
আসক্ত ডুবিয়া পড়িলে ক্ষতির দেখিবে লক্ষণ,
আপন মানুষ সমর করিবে সম্পত্তি ভক্ষণ;
কুজন ঢাকিবে খারাপ কহিয়া সম্মানে বারণ,
সুজনে সত্যের কাজের প্রসংশা তাহার কারণ।
পরের তরিকা জানিলে হইবে বিষাক্ত গর্জন!
সুরক্ষা থাকিতে পরের তরিকা করিবে বর্জন।
পাপের জগতে হইবে তোমার সুখের মহর,
জান্নাতে হারিয়ে ফেলিবে সুন্দরী হুরের শহর ;
সঠিক পথের সূচনা পাইবে অনেক ব্যাঘাত,
পাগল বলিবে সবাই সম্মানে করিবে আঘাত।
সত্যের সাধনে জ্ঞানীর বাঁধনে বাঁধিলে হৃদয়।
মানুষ তোমার কহিবে পাগল নিক্ষিপ্ত বিদয়।
চরিত্র,আচারে দেখিবে সুন্দর মনের মানুষ,
বন্ধুত্ব গঠনে আবদ্ধ বিলুপ্ত তাহার ফানুস।