শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


বাবুল সিকদার: স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক,শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব,জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর ৫৩ তম জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আশুগঞ্জে প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন স্কুলে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাতা,কলম,পেন্সিল,সাপনার,স্টেপলার,রাবার,স্কেল প্রভৃতি। এসময় উপস্থিত ছিলেন জাহানার কুদ্দুস ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ মিজানুর রহমান,প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষক ফাহমিদা খাতুন,গোলাম মোস্তফা,উজ্জ্বল আলম প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের করোনাকালীণ এই সংকটকালে অলস সময় না কাটিয়ে পড়ালেখার প্রতি সময় দিতে বলেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন কেই হতাশ হবেন না। শীঘ্রই অন্ধকারের অমানিশা শীঘ্রই কেটে আলো বেড়িয়ে আসবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।