শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন জার্নাললিস্ট কামাল উদ্দীন জয়

লেখক: কামাল উদ্দীন জয়
প্রকাশ: ৫ মাস আগে

কক্সবাজার প্রতিনিধি,উখিয়া উপজেলা এনডিএম-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে কক্সবাজার জেলা এনডিএম-এর সম্মানিত সভাপতি জনাব সাইফুদ্দিন খালেদ ও সাধারণ সম্পাদক জনাব এ. এম. ইকবাল বাহার চৌধুরী মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সাংবাদিক কামাল উদ্দীন জয়।

আপনাদের সুদূরদর্শী নেতৃত্ব ও সদিচ্ছার ফলেই উখিয়ায় একটি সংগঠিত ও সৃজনশীল কমিটি গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই কমিটি এনডিএম-এর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

আলহাজ্ব জাফর আলম ,সভাপতি

কামাল উদ্দিন জয় , সাধারণ সম্পাদক

উখিয়া উপজেলা এনডিএম মোট ৩১ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয় ।আমরা বিশ্বাস করি, নেতৃত্বের এই ধারাবাহিকতা ও দলীয় ঐক্য আমাদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে। এনডিএম-এর সুদিন অতি সন্নিকটে।