শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট।


ছবিঃ বিসিবি
স্পোর্টস ডেস্কঃ
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। টসে জিতে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বেক্সিমকো ঢাকা।
মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর আয়োজন করা যাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতেই লোকাল ক্রিকেটারদের নিয়ে ছোট পরিসরে পাঁচ দলের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর একদিন করে বিরতি। তবে ফাইনালের আগে দুই দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।
পথিকনিউজ/অনামিকা