শ্রীঘর পূর্বপাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠি

লেখক: মোঃশরিফ মিয়া
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার, রক্তদানের কার্যক্রমকে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “আমাদের শ্রী-ঘর” এর উদ্যোগে বৃহস্পতিবার (১২ জুন ) সকাল ১০.ঘটিকায় হতে বিকাল ৪ ঘটিকায় শ্রীঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০+ জনের সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে ।

১০ জন স্বেচ্ছাসেবী উপস্থিতি তে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে টেকনিশিয়ান মোঃ শরিফ মিয়া।

এ প্রসঙ্গে মোঃ শরিফ মিয়া বলেন, আমাদের শ্রী-ঘর মূল উদ্দেশ্য মানবিক কাজ করা। আমরা শ্রীঘর বাসী’র কে সবসময় সেবা দিয়ে যেতে চাই। আমরা একে একে বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা সহ সাধারণ মানুষদের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের সচেতনতা পৌঁছে দেব। এবং অসহায় রুগীদের রক্তের ব্যাবস্থা করে দেব। এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াবো। আমাদের লক্ষ একটায় আমরা সর্বদা অসহায় মানুষের পাশে নিঃসত্ত্বে সবসময় থাকতে চাই। আমাদের শ্রী-ঘর এর স্লোগান “রক্ত দিলে হয় ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি”।

আমি শরিফ আরোও বলতে চাই কিছু রুগী অভিভাবক দের কে আপনার আমাদের কাছে ডোনার চান আমরা সর্বোচ্ছ চেষ্টা করি আপনাদের ডোনার দিয়ে সহযোগিতা করার জন্য, কিন্তু আপনারা সেই মূল আমাদেরকে ও দিতে পারেন না ডোনার কেও না মনে রাখবে ডোনার ডোনেট করার পরে ডাব পানি আর কিছু গাড়ি ভাড়া ধরিয়ে দিলেই আপনার দায়িত্ব এখানেই শেষ হয় যাই। একজন ডোনারকে সম্মান দেওয়া শিখুন, যার এক ব্যাগ রুক্তে আপনার আপজনের প্রাণ বাচলো তার খোজ খবর সবসময় নেওয়ার চেষ্টা করবেন।