
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্ট এ পর্যটক হত্যার ঘটনায় শান্ত ঘোষ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ ।
তার বাড়ি ফিনলে টি কোম্পানির কাকিয়ারছড়া চা বাগানে। তিনি গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ফাইভ স্টার হোটেলে চাকরি করেন। গ্রেফতারকৃত শান্ত ঘোষের কলিগ খুনের মূল হোতা রাব্বি। তারা এক সাথে ফাইভ স্টার হোটেলে চাকরির সুবাদে বেশ ঘনিষ্ট। যদিও শান্ত ঘোষ চা বাগানে বড় হয়েছে চা শ্রমিকের সন্তান। তবে হত্যার সাথে সে জড়িত না বলে অস্বীকার করেছেন।
সূত্রে মতো গত ২৫ আগস্ট শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে রাব্বির নেতৃত্বে রাব্বিসহ তারা চার বন্ধু মিলে একসাথে রুম বুকিং নিয়ে রাত্রীযাপন করেন। অজ্ঞাত কারণে ২৬ আগস্ট শনিবার সন্ধ্যা থেকে পরদিন রবিবার ভোরের মধ্যে অপর তিন বন্ধু মিলে শরিফুলকে হত্যা করেন।
২৭ আগস্ট দুপুরে লাশ উদ্ধার করা হয়। সেই দিন শনিবার গ্রেফতার শান্ত ঘোষ তাদের সাথে সন্ধ্যা থেকে রাত্র নয়টা পর্যন্ত আড্ডা দিয়েছে রিসোর্টে। সেখানে রাতের ডিনারসহ অন্যান্য খাবার খেয়েছেন তারা এক সাথে । সেই সূত্রে তার তথ্য মতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারসহ তদন্ত অফিসার তাপস চন্দ্র রায় ঢাকার গুলশান এলাকা থেকে খুনিদের ব্যবহৃত প্রাইভেট উদ্ধার করে জব্দ করা হয় । কিন্তু প্রকৃত খুনিকে গ্রেফতার করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের জন্যে চেষ্টা অব্যাহত রেখেছে।
এদিকে রিসোর্টে হত্যার বিষয়টি বিষয়টি নিয়ে ব্যাপক মানুষের মনে নাড়া দিয়েছে। তাদের তিনজন ঘাতকের মধ্যে সেই রাব্বি অন্যতম। এদিকে রিসোর্টে হত্যাকান্ডের ঘটনায় পর্যটনে বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে মানুষের মনে। সেই ঘাতকের কারণে পর্যটন সংশ্লিষ্টরা কিছুটা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছেন।
এম.চৌ:/পথিক নিউজ