সরাইল থানা পুলিশের অভিযানে ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার-১

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সরাইল প্রতিনিধি: পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২১) নামে এক তরুণ যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে সরাইল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের মিজান মিয়া সমিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর মানিক মিয়ার ছেলে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান বলেন, সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে