স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরাইল সরকারি কলেজে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়াম হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মৃধা আহমাদুল কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোশতাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশারফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার, সরাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরাইল থানা।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, তেলাওয়াত করেন বিএম শাখার শিক্ষার্থী নাইমুল খান দুর্জয়। গীতা পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী তুষার শর্মা।
শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শহিদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাইফুদ্দিন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখেন জাবেদ হোসেন, সজিবুর রহমান, ইফতেখার আহমেদ এবং নাইমুল শিকদার।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কৃতিত্বে কলেজ ক্যাম্পাস ছিল উৎসবমুখর।
অধ্যক্ষ তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সকলকে সৎ, নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।