সাংবাদিক নেতা আলতাফ হোসেন অসুস্থ !দেশবাসীর কাছে দোয়া কামনা


পথিক রিপোর্ট: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি, দেশবরেন্য সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন অসূস্থ। তিনি রাজধানী কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছেন। ৭৩ বছর বয়সী এই সাংবাদিক নেতা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী ১১ জনসহকর্মী বন্ধু সাংবাদিকদের নিয়ে গড়ে তোলেন বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। সাপ্তাহিক গনজাগরন পত্রিকার কমলাপুরের কার্যালয় থেকে এ সংস্থার যাত্রা শুরু করলেন। শৈশব কাল থেকেই লেখা লেখির প্রতি নেশা তাঁর। এ থেকে পথচলা। দীর্ঘ সংগ্রামী এ নেতার সূস্থ্যতার জন্য সকল সাংবাদিক ভাই বোনদের সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্যবৃন্দ
দোয়া কামনায়- আব্দুল মতিন সানু আহবাযকঃ ও #হাসান আল – সোহাগ সদস্য সচিবঃ জাতীয় সাংবাদিক সংস্থা, ব্রাহ্মণবড়িয়া জেলা শাখা