সাতক্ষীরায় সাবেক জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি খুন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের ছনকা গ্রামে সাবেক জামাতার ছুরিকাঘাতে খুন হয়েছে মোমেনা খাতুন (৫০) নামে এক শ্বাশুড়ি।
সে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের
গোলাম হোসেন এর স্ত্রী।
পুলিশ জানায় ছনকা গ্রামের গোলাম হোসেনের মেয়ে ফতেমা খাতুনের ১৭ বছর পূর্বে বিয়ে হয় একই উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের সাথে।
তাদের একটি কন্যা সন্তান রয়েছে,
সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
এক পর্যায়ে ১৬ জুলাই রাতে সাবেক জামাতা আব্দুল মতিন ছনকা গ্রামে যেয়ে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ফতেমাকে পুনরায় বিয়ের জন্য বলে এতে তারা রাজি না থাকায় স্ত্রী ফাতেমার পেটে ছুরিকাঘাত করে।
এ সময় শাশুড়ি মোমেনা খাতুন এগিয়ে আসলে তাকেও ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই ভোরে শ্বাশুড়ি মোমেনা খাতুনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয় টি নিশ্চিত করে জানান আসামী মতিনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।