সামিয়ার জীবন কাহিনী-এটি একটি শিক্ষনীয় ছোট গল্প


জুয়েনা আফরিনঃ সামিয়া যেমন গুনবতী তেমননি দেখতে অনেক সুন্দরী।সে দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী।মা বাবাকে নিয়ে তার সুখের সংসার। তার মা বাবা তাকে কোন অভাবে রাখেনি যখন যা চেয়েছে তখনি সে পেয়েছে।
কিন্ত সেই সুখ সামিয়ার জীবনে বেশী দিন টিকে নি। সামিয়ার এসএসসি পরীক্ষা শেষ হতেই তার তার মা মারা যায় । শুরু হয় তার জীবনের দুঃখ যদিও তার বাবা তাকে অনেক ভালবাসতেন কিন্ত আত্বীয়স্বজনের কথায় তিনি বিয়ে করেন ।
পরিবারে সামিয়ার নতুন মায়ের আসনে সামিয়ার জীবনে অন্ধকার নেমে আসে পরিবর্তন হয়ে যায় তার বাবা । যে বাবা তার প্রতেকটি অভাব পূরনে ব্যস্ত থাকত সেই বাবা আজ তাকে জিজ্ঞেস করে না ,তার কি লাগবে ? সে খেয়েছে কি না ?
সংসারেরে যাবতীয় কাজ করেও সামিয়া তার নতুন মায়ের মন ভরতে পারে না। নতুন মায়ের কথায় সামিয়ার বাবা তাকে মারধর করে। সামিয়াকে তাদের বোঝা মনে হয় তাই তাকে বিয়ে দিয়ে দেয়।বিয়ের পর তার নেই ।
তার স্বামী প্রত্যেক রাতে নেশায় আচ্ছন্ন হয়ে তাকে মারধর করে। তার শশুর বাড়ির সবাই তাকে মানশিক ওশারীরিক নির্যাতন অত্যাচার করে ।এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্নহত্যার পথ বেছে নেই । সর্বশান্ত করে চলে যায় না ফেরার দেশে।