মোঃ ইলিয়াছ খান ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গার দিয়া গ্রামে আকিকার মাংস বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
(১১মে) মঙ্গলবার দুপুরে রাঙ্গার দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বতাধিক গ্রামবাসী এমা বন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা দুচোখের দূরত্ব গ্রেফতার ও স্বাস্থ্যের দাবি জানান যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এই সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বাদশা মোল্লা, ওবায়দুল খাঁ, সুমন সরদার, নাসিমা বেগম, সহ আরো অনেকে বক্তারা বলেন সালথা সরকারি কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন জয়নাল, যুবলীগ নেতা ফরহাদ মোল্লা, অন্যান্য মেম্বার নেতৃত্বে, বয়রা গত লোক দিয়ে রাঙ্গাস দিয়া গ্রামে এই ঘরে হামলা ভাঙচুর লুটপাট করে, আমরা তাদের বিচারের দাবি করছি উল্লেখ্য শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গার দিয়া গ্রামে দফায় দফায় সংঘর্ষ ভাংচুর হলুদ পাটের ঘটনা ঘটে খবর পেয়ে সারদা থানা পুলিশ ও সেনাবাহিনী বর্ণনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয় , ভাঙচুর ও লুটপাট চালানোর সময় ৩০ জন এর অধিক বসতবাড়িতে হামলা চালানো হয়েছে বলে এলাকাবাসী জানায়।