সিরাজদিখানে অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের লতব্দী ইউনিয়নে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।
গতকাল বুধবার উপজেলার লতব্দী ইউনিয়নের পরিষদ সড়কের লতব্দী বড় গোয়ালবাড়ী সংলগ্ন সড়কের খাদে সকাল সাড়ে ৯ টায় আনুমানিক ২৪ বছর বয়সী গলাকাটা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ ।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, লতব্দী সড়কের পাশে রক্ত ও রাস্তার পাশে খাদে মহিলার লাম দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিরাজদিখান সার্কেল এএসপি মোঃ রাজিবুল ইসলাম,সিরাজদিখান থানার ওসি মুহাম্মদ রিজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে প্রাথমিক ভাবে দেখা যায় এটি হত্যাকান্ড এবং লাশের পাশে ধারালো ছুরি পাওয়া গেছে। গত রাতের কোন এক সময়ে অজ্ঞাত এই মহিলাকে ছুরি দিয়ে হত্যা করে রাস্তার পাশে খালে ফেলে দেয় দুবৃত্তরা। লাশটি বেশির ভাগ কচুরী পানার নীচে ছিল। পা দুটি বের হয়েছিল। এলাকাবাসী দেখে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়না ন্তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মহিলার বয়স আনুমানিক ২৪ বছর।