বলিউড অভিনেতা অংশুমান । মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সিয়েরার সঙ্গে অনেক দিন প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। পরে ২০২০ সালে বাগদান সারেন এই জুটি। এর দুই বছর পর সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন অংশুমান-সিয়েরা।
জানা যায়, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেই মূহুর্তের অনুভূতি ব্যক্ত করে অংশুমান ঝা বলেন—‘শরতকালে বিয়ে করার স্বপ্ন দেখতো সিয়েরা। তার বাবা স্বপ্ন দেখতেন নৌকায় করে মেয়েকে কনে সাজিয়ে নিয়ে যাবেন লেকের পাড়ে। স্বপ্ন পূরণ হলো।
এছাড়া অংশুমান ঝা আরো বলেন, তার মা তাকে বিবাহিত দেখতে চেয়েছিলেন। আর তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন যে তাকে অনুপ্রেরণা যোগাবে। অবশেষে অনেকগুলো স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। তিনি নিশ্চিত তার মা সবই দেখতে পাচ্ছেন।’
এদিকে অংশুমান তার বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে বর-কনের সাজে দেখা যায় অংশুমান-সিয়েরা দম্পতিকে। সিয়েরার বাবা নৌকায় করে মেয়েকে কনে সাজিয়ে নিয়ে আসেন। সে দৃশ্যও ফ্রেমবন্দি করা হয়েছে, যা শেয়ার করেছেন অংশুমান।
মনির হোসেন / পথিক নিউজ
<p>সম্পাদক ও প্রকাশক: লিটন হোসাইন জিহাদ</p>
© PothikTV Media Center