স্মৃতির ডায়েরিঃ রাবেয়া জাহান

পুরো জীবনটাই একটা স্মৃতির ডায়েরি। জীবন নামের এই ডায়েরির এক এক পাতায়, এক এক মুহূর্তের স্মৃতি। কোনোটা তিক্ত, কোনোটা উচ্ছ্বাসের। ৩৬৫ দিনে এক বছর, সেই ৩৬৫ টি দিন যে চলে গেছে, তার উপলব্ধি শুধু ৩৬৪ তম দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর হয়।
নতুন বছরের টান টান উত্তেজনা সবার মাঝে, সবাই অভিনব আয়োজনে প্রিয়জনদের সাথে নতুন বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
আর গত হয়ে যাওয়া বছরটি,,,, কতো বেদনা, আনন্দ, অভিমান, কতো স্মৃতি আর নিষ্ঠুরতম বাস্তবতাকে সাথে বহন করে চিরতরে বিদায় নিয়েছে, তার খুজ কি কেউ রাখে?
হ্যাঁ, আমি রাখি। ২০২০ সাল, নিঃসন্দেহে, আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছে। এই বছরের অর্জিত জ্ঞান, দুঃখ, দুর্দশা এই আমাকে অনেক শক্তিশালী করেছে। লড়তে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছি, নিজেকে উপলব্ধি করতে শিখেছে।
