হযরত মাঃ শাহ ছৈয়দ ওমর ফারুকের মৃত্যুতে রাজিবুল হাসানের শোক প্রকাশ


ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী মাছিহাতা দরবার শরীফের পীর সাহেব
দরবার শরিফের উজ্জ্বল নক্ষত্র ,, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে তরিকত কেবলা হযরত মাওঃ শাহ্ ছৈয়দ ওমর ফারুক বার্ধক্যজনিত কারনে আজ সকাল ১০ টাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্মা ইলাইহি রাজিউন।
মরহুমের প্রথম নামাজের জানাজা আজ বাদ আছর ঢাকার বসুন্ধরার ডি ব্লকের বড় মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের দ্বিতীয় জানাজা আগামীকাল বাদ জুম্মা মাছিহাতা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় আত্মীয়- স্বজনসহ সকল জামায়াতি-মহব্বতি, মুরিদান- আশেকান ভক্তবৃনদের উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ করা হল।
মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরীবার বর্গের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি।
দেশ ও দেশের বাহিরের সকলের নিকট হুজুরের জন্যে দোয়া চাচ্ছি, আল্লাহ তায়ালা যেন হুজুর কেবলাকে জান্নাতের সু উচ্চ মর্যাদা দান করেন- আমিন।