হোমনায় অগ্নিকান্ডে নগদ টাকাসহ তিনটি ঘর পুড়ে ছাই,১০ লাখ টাকার ক্ষতি

হালিম সৈকতঃ কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা সহ ৩টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আসাদ মিয়ার বাড়িতে গ্যাস সিলেন্ডার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুমন দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহামেদ জাকির, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা,সদস্য মো. ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে মানবিক সহায়তা তহবিল থেকে ৫ বান্ডেল ঢেউ টিন ও ৯ হাজার টাকা দান করেন।
এ ছাড়া ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা তার নিজস্ব তহবিল থেকে নগদ ৩ হাজার টাকা ও চাল, ডাল,হাড়ি পাতিল কিনেদিয়েছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মৃত আবদু মিয়ার ছেলে আসাদ মিয়ার পাক ঘরের এলপি গ্যাস সিলেন্ডার থেকে ঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয় মসজিদে আগুন লাগার বিষয়টি মাইকিং করে জানানো হলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি চৌ’চালা ও দুইটি দু’চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়।
