হোমনায় নবাগত ইউএনও রুমন দে এর যোগদান


হালিম সৈকত: কুমিল্লার হোমনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুমন দে। তিনি আজ মঙ্গলবার ২১ জুলাই ২০২০ ইং তারিখে হোমনায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেন । এর আগে তিনি লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।
জানা গেছে, তিনি ৩৩ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন । এরপর রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একই পদে দায়িত্ব পালন করেন । তারপর তিনি চাদঁপুর জেলার কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি চট্রগ্রাম জেলার বাশঁখালী উপজেলার স্থায়ী বাসিন্দা । ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত । তাহার সহধর্মিনী বিসিএস পুলিশ সার্ভিসে কর্মরত আছেন । এর আগে হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তাপ্তি চাকমা। তিনি বেশ সুনামের সাথে এই দায়িত্ব পালন করেন। রুমন দে তাপ্তি চাকমার স্থলাভিষিক্ত হলেন।