১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবাসনের প্রথম তালিকা নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার। তালিকা অনুসারে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা মায়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলে জানানো হয়।

তা ছাড়া আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি নাম যাচাইবাছাই করা বাকি রয়েছে। ২০১৮২০ সালে বাংলাদেশ ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল।

শুক্রবার ( এপ্রিল) ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মায়ানমারের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি . খলিলুর রহমানের কাছে এই তথ্য প্রকাশ করেন।

মায়ানমারের উপপ্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মধ্যে এক লাখ ৮০ হাজার মায়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি এবং নাম যাচাইবাছাই করা বাকি রয়েছে। ২০১৮২০ সালে বাংলাদেশ ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল।

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে এটিই প্রথম নিশ্চিত তালিকা যা একটি বড় পদক্ষেপ মনে করা হচ্ছে। মায়ানমার আরো নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা বাকি লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।

  • ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে
  • নিতে সম্মত মায়ানমার