৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি।

২রা সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার বেলা ১১টায় ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দাপল্লীর আইএবি মিলনায়তনে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা।

শাখা সভাপতি মুহাম্মাদ জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাদাত আলী খাঁন তারিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসা ইউনিভার্সিটি মালয়েশিয়া’র সাবেক ভিপি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য বশির ইবনে জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতী আবুল হাসিম সাহেব ও সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ সাহেব
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ জাকারিয়া আহমদ সাকী।

প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ-বিশ্বাস ও সাংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা তারিক জামিল দফতর সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আবু সাঈদ, সহ-সভাপতি মুহাম্মাদ বুরহান উদ্দিন মোরাদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল হান্নান, দাওয়া সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন প্রায় শতাদিক ছাত্র উপস্থিত ছিলেন।

এম.চৌ:/পথিক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *