বি এন পি নেতা শরীফুল আলমের কভিড ১৯ নেগেটিভ

শরীফুল আলমের কভিড ১৯ নেগেটিভ
পথিক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বি এন পি`র সভাপতি জনাব শরীফুল আলম গত ১১ অক্টোবর ২০২০ইং তারিখে অসুস্থ বোধ করলে ডাক্তারী পরীক্ষায় কভিড ১৯ পজেটিভ আসে। তিনি দীর্ঘদিন ডাক্তারের গভীর পরিচর্চায় থেকে অদ্য ০২ নভেম্বর দ্বিতীয় বার পরীক্ষার মাধ্যমে কভিড ১৯ নেগেটিভ রিপোর্ট আসে। তাঁর অসুস্থার খবর শুনে কিশোগন্জ জেলা বি এন পি সহ প্রতিটি থানায় বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ উনার সুস্থতার জন্য দোয়া, মিলাত,কোরআনখানীসহ প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করে।
জনাব শরীফুল আলম তাঁর সুস্থতা কামনার জন্য নিজস্ব ফেইজবুক স্ট্যাটাসের মাধ্যমে সকল জেলা নেতৃবৃন্দ, ভৈরব-কুলিয়ারচরের নেতৃবৃন্দসহ প্রতিটি থানার নেতা কর্মী ও দেশবাসীর কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন এবং মহান আল্লাহর শুকরানা আদায় করেন। পূর্ণসুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বলে তিনি জানান।
Attachments area