W3Schools.com  

ইটের স্তূপে চাপা পড়ে দম্পতির মৃত্যু

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

নরসিংদী জেলার চরাঞ্চলে স্তুপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার ছগরিয়াপাড়া গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী শবমেহের বেগম (৬২)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানা যায়, স্থানীয় ইট-বালু ব্যবসায়ী আব্বাস ফকির নিহত কালু মিয়ার ঘরের পিছনে ইট জমিয়ে স্তুপ করে রাখে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানিতে স্তুপ করা ইটের নিচ থেকে মাটি সরে যায়। ভোর ৫টার দিকে বৃদ্ধ কালু মিয়া ও তার স্ত্রী ফজরের নামাজ আদায় করছিলেন। এসময় ইটের স্তুপ কালু মিয়ার ঘরের ভিতরে ধ্বসে পড়ে। এসময় টিনের বেড়া এবং চালা ভেঙ্গে তাদের উপর পড়ে। এতে ইটের স্তুপ ও ঘরের চালার নিচে চাপা পড়ে ওই দম্পতির মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ইট ও টিন সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তুপ ভেঙ্গে পড়ে স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে।

সূএ: দৈনিক ইনকিলার