W3Schools.com  

এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে ভারত

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

ডেক্স রিপোট

চাল ও পেঁয়াজের পর এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে ভারত। আগামী অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং পেঁয়াজে ৪০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর চিনি নিয়ে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রতিবেশী দেশটি। এর জেরে দেশের বাজারে হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গেল মৌসুমে ভারতে কম বৃষ্টি হওয়ায়, আগের বছরের তুলনায় আখের ফলন কমেছে ৫০ শতাংশ। এতে দেশটিতে চিনি উৎপাদন কমে গেছে।

আরও বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের মৌসুমে ভারতের চিনি উৎপাদন কমতে পারে ৩ দশমিক ৩ শতাংশ। এতে উৎপাদন নেমে আসতে পারে ৩শ ১০ লাখ টনে। এর আগের অর্থবছরে প্রায় ৩শ ৭০ লাখ টন চিনি উৎপাদন করে ভারত।

গত মৌসুমে রেকর্ড এক কোটি ১১ লাখ টন চিনি রপ্তানি করেছিল ভারত। সেখানে চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬১ লাখ টন চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়। 

এদিকে রপ্তানি বন্ধ হলে বিশ্ববাজারে চিনির দাম বেড়ে যাওয়ার আশংঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাত বছরে এবারই প্রথম চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে ভারত।

সূত্র: independent

পথিক নিউজ/ মো: ইমন