W3Schools.com  

কমলার ‘হিপহপ’ নাচের ভিডিও ভাইরাল, টিটকারি নেটিজেনদের

লেখক: Md Emon
প্রকাশ: ১০ মাস আগে

অনলাইন ডেক্স

ভিডিওটিতে কমলা হ্যারিসকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে তাঁকে নিয়ে টিটকারি করছেন।

হিপহপের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে সম্প্রতি হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৫৮ বছর বয়সী কমলা। এ অনুষ্ঠানেই তিনি নাচ করেছিলেন।

কমলার নাচের ২২ সেকেন্ডের একটি ভিডিও এক্সে (টুইটার) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।

ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়। ইতিমধ্যে অনেক মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে মন্তব্য করেছেন।

ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাঁকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রূপ করছেন।

একজন কমলাকে ‘বুড়ো খালা’ বলে সম্বোধন করেছেন। আরেকজন তাঁর নাচকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন।

অপর একজন লিখেছেন, তিনি নিজের খারাপ নাচের ব্যাপারে সচেতন ছিলেন। কিন্তু এখন তিনি তাঁর নাচের বিষয়ে আত্মবিশ্বাসী।

নিউজ/ মো:ইমন