কুমিল্লার তিতাসে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

হালিম সৈকত: কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের কেশবপুর নামক স্থানে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে  সামাজিক সম্প্রীতি সংলাপ  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।

ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্ক এর কান্ট্রি ড্রিরেক্টর ড. শাহনাজ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনীতিবীদ, শিক্ষার্থী ও বিভিন্ন শেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আজ রোববার বিকালে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্ক এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

  • কুমিল্লা
  • সংবাদ