W3Schools.com  

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ১৫ সেপ্টেম্বর

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ১৫ সেপ্টেম্বর আগামী ১৫ সেপ্টেম্বর কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ২০২৩-২০২৪ দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রস্তুতি সভা ও নমিনেশন ফরম দাখিল অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে কুয়েত সিটির রাজধানী হোটেলের হল রুমে নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশের কাছে নমিনেশন ফরম দাখিল করেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি মঈন সুমন, আ.হ জুবেদ, জালাল উদ্দিন, আল আমিন রানা, মো. হেবজু মিয়া, সাদেক রিপন, মহসিন পারভেজ, আবু বক্কর সিদ্দিকী পাভেল, কাউসার বিহন, জাহিদ প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত কুয়েতপ্রবাসী সব সংবাদকর্মীর সমন্বয়ে ২০২১ সালে বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছে। পুরাতন কমিটির মেয়াদ শেষে তা বিলুপ্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে নতুন কমিটি গঠনকল্পে নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জাহাঙ্গীর খান পলাশকে নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়।