বিয়ের আসর থেকে কনে পালিয়ে যাওয়ার ঘটনা আমরা বহুবার শুনেছি। কিন্তু ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বোন পালিয়ে যাওয়ার ঘটনা হয়তো শোনা হয়নি। এবার সেটাই শুনুন। সম্প্রতি এমন কাণ্ড করেছেন ভারতের এক তরুণী। ভাইয়ের বিয়ের আসরে ভাড়া করে আনা ক্যামেরাম্যানের সঙ্গে পালিয়ে গেছেন তিনি।
ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। যদিও এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের।
জানা যায়, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ৬ মার্চ বিহারে। সেদিন পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যানের সঙ্গে চুক্তি হয়েছিল বরপক্ষের। সেই মোতাবেক রাজ্যের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন যুবক। কাজও করছিলেন ঠিকঠাক।
কিন্তু ছবি তুলতে তুলতে বরের বোনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় ক্যামেরাম্যানের। এরপর সেই অনুষ্ঠান থেকে যুবকের হাত ধরে পালিয়ে যান তরুণী।
এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা। তিনি জানিয়েছেন, ৬ মার্চে বিয়ের অনুষ্ঠান থেকে মেয়েকে নিয়ে পালিয়েছে ভাড়া করা ক্যামেরাম্যান। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তারা। কিন্তু তাদের পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাক করে ওই যুগলের খোঁজ চালানো হচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
ইমি/পথিক নিউজ