গানের মঞ্চ থেকে রুগীদের সেবায় ঐশী

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

গায়িকা হিসেবেই ফাতিমা তুয যাহরা ঐশীকে চিনে সবাই। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি একজন চিকিৎসক। এমবিবিএস পাশ করে চিকিৎসক হয়েছিলেন বছর খানেক আগে। এতোদিন ধরে চলছিল ইন্টার্নশিপ। সেটা শেষ করে সম্প্রতি এম এইচ শমরিতা হাসপাতালের সিসিইউতে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিয়েছেন এই গায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন ঐশী নিজেই।

চিকিৎসক হিসেবে এটিই তার প্রথম চাকরি। আর এই ব্যাপারে ঐশী জানান, ‘তার সবচেয়ে পছন্দের জায়গা সিসিইউ। আর চাকরির শুরুতে তার পছন্দের জায়গাতেই দায়িত্ব পেয়েছে এটা অনেক ভালো লাগার মতো একটি বিষয়। এছাড়া নির্ভরতার সঙ্গে যেনো দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এই গায়িকা।

চলতি বছরের ২০ মার্চ ফাতিমা তুয যাহরা ঐশীর বাবা আবদুল মান্নান হার্ট অ্যাটাকে অকালেই মারা যান। বাবার কথা ভেবেও হয়তো কার্ডিওলজি বিভাগটি টানে এই শিল্পীকে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন ঐশী। এরপর ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

 

মনির হোসেন / পথিক নিউজ 

  • এমবিবিএস কোর্স
  • এমবিবিএস পরীক্ষার ফল
  • কার্ডিওলজি বিভাগ
  • গানের মঞ্চ থেকে রুগীদের সেবায় ঐশী
  • মেডিক্যাল কলেজ
  • রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজ
  • হার্ট অ্যাটাক