W3Schools.com  

গিভিং- টুয়েসডে বাংলাদেশ টিম কতৃক বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

বিশেষ প্রতিনিধি:  আজ গিভিং- টুয়েসডে বাংলাদেশ টিম কতৃক আয়োজিত বাংলাদেশের বিভিন্ন কলেজ- ইউনিভার্সিটির এমবাসেডর এবং স্পার্ক লিডারদের নিয়ে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। ২০ জন তরুণ নেতৃত্বকে এই ওয়ার্কশপের মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান ও কার্যক্রম সম্বন্ধে অবহিত করা হয়। ওয়ার্কশপটি পরিচালনা করেন গিভিংটুয়েসডে বাংলাদেশ টিমের লার্নিং মেনেজমেন্ট এন্ড এঙ্গেজমেন্ট ডিরেক্টর জনাব মাসুম বিল্লাহ । আশা করা যায় এই তরুন নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে  উদারতা আন্দোলনকে আরো সম্প্রসারিত এবং শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতে  ক্যাম্পাস তথা সুন্দর একটি বাংলাদেশ গড়া এবং একটি সুন্দর বিশ্ব গড়তে সহায়ক ভূমিকা পালনে সক্ষম হবে । একই সময় অ্যাম্বাসেডর এবং স্পার্ক লিডারদের মাঝে রিকগনেশন সার্টিফিকেট বিতরণ করা হয় । অনুষ্ঠান শেষ করার পূর্বে প্রীতি ভোজের আয়োজন করা হয় । উক্ত ওয়ার্কশপ ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গিভিংটুয়েসডে বাংলাদেশের কান্ট্রিলিডার ও অদির বাংলাদেশের ফাউন্ডার সেক্রেটারি জেনারেল জনাব শাকিল আজাদ মনন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নারী এসোসোসিয়েট ফর রিভাইবাল ইনিশিয়িটিভ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও গিভিংটুয়েসডে বাংলাদেশ টিমের পার্টনারশীপ ডেভেলপমেন্ট এন্ড রিসোর্স মোবিলাইজেশন ডিরেক্টর জনাবা ফরিদা ইয়াসমিন, এসো সচেতন হই সোসাইটির চেয়ারম্যান, বারডেম মা ও শিশু হাসপাতালের সহ: পরিচালক ও গিভিংটুয়েসডে বাংলাদেশ টিমের কমিউনিটি ডেভেলপমেন্ট ডিরেক্টর জনাব মাজহারুল ইসলাম এবং অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর আন্তর্জাতিক বিষয়ক রিপ্রেজেন্টেটিভ এবং গিভিংটুয়েসডে বাংলাদেশ টিমের ইয়থ এঙ্গেজমেন্ট এন্ড স্পার্ক ডিরেক্টর জনাব আরফান শরীফ। উক্ত অনুষ্ঠানটি স্পন্সরশীপ করেছে-  অদির বাংলাদেশ এবং  এথনিক ভ্যালি বাংলাদেশ।

GivingTuesday হল একটি বিশ্বব্যাপী উদারতা আন্দোলন যা সম্প্রদায় এবং বিশ্বকে রূপান্তরিত করার জন্য আমূল উদারতার শক্তি প্রকাশ করে।  GivingTuesday 2012 সালে একটি সাধারণ ধারণা হিসাবে তৈরি করা হয়েছিল: এমন একটি দিন যা মানুষকে ভাল করতে উত্সাহিত করে৷  বিগত এগারো বছরে, এটি একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে যা কোটি কোটি মানুষকে উদারতা দিতে, সহযোগিতা করতে এবং উদযাপন করতে অনুপ্রাণিত করে।