W3Schools.com  

নরসিংদীতে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোনসহ তিন যুবক গ্রেফতার

লেখক: Fardin Hasan
প্রকাশ: ৮ মাস আগে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি স্মার্ট মোবাইল ফোন সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম, মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া ও  দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন। আজ শনিবার দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ই ডিসেম্বর সকালে পলাশ ওয়াপদা এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি হয়। এঘটনায় ভোক্তভোগী থানায় মামলা দিলে পুলিশ তথ্যপ্রযোক্তির সহযোগীতায় কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।