মনজুরুল ইসলাম,নাটোর: আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদকে সামনে রেখে জাতীয়
নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে নাটোরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয় । পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে শহরের মাদ্রাসা মোড় থেকে এই র্যালিটি বের করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বি আর টি এ উপ পরিচালক এবং এফএইচএম মইদুর রহমান , নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ে সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক সাংবাদিক প্রমুখ।