মোঃ আব্দুল হান্নান:
২৩ মে ২০২৩ রোজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইলে বজ্রপাতে দুই জন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।জানা গেছে গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া(৩৩) জামারবালি ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অপর দিকে আহত কাইয়ুম মিয়া(২৮) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়াও একই দিনে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের রিক্সা চালক মোঃ অলি মিয়া ঈদ গাহের মাঠের পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাতের বিকট শব্দে স্টোক করে মৃত্য বরণ করে।আহত অলি মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।