পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গ নিয়ে ফেনীতে এক বিরল শিশুর জন্ম

লেখক:
প্রকাশ: ২ years ago

পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গ নিয়ে ফেনীতে এক বিরল শিশুর জন্ম হয়েছে। সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে বিরল এই শিশুর জন্ম দেন ছাগলনাইয়া উপজেলার মটুয়া এলাকার এক নারী। উভয় লিঙ্গের শিশুর জন্মের খবরে মহুর্তে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় হাসপাতাল জুড়ে।

Notice Title

লিখা, সংবাদ ও যে কোনো ধরনের অনুষ্ঠানের নিউজ প্রচার করুন- pothiknews@yahoo.com

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী হাসপাতালে ভর্তি হলে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেয়া হয়। ৮টা ১৫মিনিটে সন্তান ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান দেখা যায়। উভয় লিঙ্গের শিশুর জন্মের পর দায়িত্বরত সকলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা বলে জানান তিনি। মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গের অর্গান নিয়ে জন্ম গ্রহণ করেছে ৷ বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন৷ উভয় লিঙ্গের শিশুটির জটিল সার্জারীর প্রয়োজনে ঢাকা বা চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হতে পারে।