W3Schools.com  

প্রাথমিকে এক যুগে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী জানিয়েছেন, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

 

গতকাল রোববার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর উত্থাপিত হয়।

 

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। সব মিলিয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। একই সময়ে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে।

 

সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সারাদেশে বয়স্ক ভাতার সংখ্যা এক লাখ, বিধবা ও স্বামী নিগৃহীতের ক্ষেত্রে এক লাখ এবং প্রতিবন্ধী ভাতার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার বাড়ানো হয়েছে।

ইমি/ পথিক নিউজ