বশেমুরবিপ্রবিতে অর্থনীতি  বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অর্থনীতি বিভাগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.হাসিবুর রহমান এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং পরে শিক্ষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়।

অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,বঙ্গবন্ধুর পুণ্য জন্মভূমিতে অবস্থিত বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই অর্থনীতি বিভাগ প্রতিষ্ঠিত।তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনযোগীসহ নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান জানান এবং শিক্ষার্থীদের কারিকুলাম, কো-কারিকুলাম অ্যাকটিভিটিস এর প্রয়োজনীয়তা উপস্থাপন করেন।