বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী মৎস্যজীবী লীগ ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাগরের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার অভিযোগ

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

শেখ আব্দুর রশিদ, স্টাফ রিপোর্টার

সাইবার প্রতারকদের ফাঁদে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাগর নিজে। মোঃ জাহাঙ্গীর আলম সাগরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ জাহাঙ্গীর আলম সাগরের দাবি, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁরই পরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে প্রতারকরা। তারপর তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। সেই ফাঁদে পাও দিয়েছেন অনেকেই। পুরো ঘটনার বিবরণ নিজের আসল ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন মোঃ জাহাঙ্গীর আলম সাগর। মোঃ জাহাঙ্গীর আলম সাগর বলেন, “আমারই এক পরিচিত গত মঙ্গলবার (২২ আগস্ট) আমাকে জিজ্ঞেস করেন আমি নতুন কোনও ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি কী না। আমি না বলতেই সে আমাকে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টটি দেখায়। দেখি আমার ফ্রেন্ড লিস্টের অধিকাংশই ওই ভুয়া অ্যাকাউন্টটিতে রয়েছে। পরে জানতে পারি এরকম অনেকের থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে টাকার দাবি করা হয়েছে।” কেরানিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন আর-রশিদ, পিপিএম জানান, এধরণের প্রতারণার পিছনে কাদের চক্রান্ত রয়েছে, তা আমরা খোঁজ নিয়ে দেখছি।” তবে মোঃ জাহাঙ্গীর আলম সাগরের নাম ব্যবহার করে ভুয়া একাউন্ট দেখিয়ে এই অভিনব প্রতারণায় হতবাক আমি।