W3Schools.com  

ব্রাহ্মণবাড়িয়া সবুজ আন্দোলনের বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সবুজ আন্দোলন নামক একটি সংগঠন আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসুচী পালন করেছেনে।

৫ ই জুন বিকালে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে সংগঠনের আহবায়ক মনির শিকদার প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ এড.হাবিব উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রভাষক এড, সাদুল্লাহ,পথিকটিভির ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক লিটন হোসাইন জিহাদ।

সংগঠনের সদস্যদের মাঝে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন এর সদস্য সচিব বাকি বিল্লাহ খাঁন রবিউল, রাজবিন রিপা,মোনতাসির উদয়,এ কে এম এনামুল হক,পীরজাদা আরমান শাহ,হামিদা আক্তার, হামিদা আক্তার ২,মিনহাজ শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, সবুজের আন্দোলন এখন সময়ের দাবি। বিশ্ব উষ্ণতা আমাদের বুঝিয়ে দিচ্ছে পৃথিবীর প্রতি নির্যাতন করলে সে তার প্রতিশোধ গ্রহন করবেই। আমাদের নদী,খাল বিল, পুকুর ভরাট, ও রাস্তা ঘাট,বাড়ির আঙিনার গাছ কেটে ফেলে নিজেদের বিপদ নিজেরাই ঢেকে আনছি। এমতাবস্থা সবুজের আন্দোলনের মাধ্যমে এই উষ্ণতা কমানো সম্ভব।

আলোচনা শেষে ব্রাহ্মনবাড়িয়া আইন কলেজে বৃক্ষ রোপন করা হয়।