W3Schools.com  

ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ ৫০ বছর পর জয় পেল আ. লীগের প্রার্থী

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

জাকির হোসাইন জিকু : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী ডক্টর অধ্যক্ষ শাহজাহান সাজু বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

৫ নভেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। মোট ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার চার লাখ ১০ হাজার ৭২ জন। এর মধ্যে সরাইলে দুই লক্ষ ৬৬ হাজার ৬০৫ ভোট ও আশুগঞ্জে এক লক্ষ ৪৩ হাজার ৪৬৭ ভোট।

ভোট গননা শেষে রাত ৯টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

নির্বাচনে ১৩২টি ভোটকেন্দ্রে ডক্টর অধ্যক্ষ
শাহজাহান সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (কলার ছড়ি) পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন তিন হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব