W3Schools.com  

ব্রাহ্মণবাড়িয়া একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি পেনব্রীজ পত্রিকার উদ্যোগে ২০২৩ খ্রি. এস.এস.সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া একমাত্র ইংরেজি দৈনিক দি ডেইলি পেনব্রীজ পত্রিকার উদ্যোগে ২০২৩ খ্রি. এস.এস.সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল কাউতলী রেসিডেন্সিয়াল স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ ড.মো. শাহাজাহান আলম সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়া, আর. এম.ও,সদর হাসপাতাল ডা.মো. ফাইজুর রহমান ( ফয়েজ ),সাবেক ডি জি এম, সোনালী ব্যাংক সেলিম জাহাঙ্গীর, স্বপ্নতরী প্রধান নির্বাহী অফিসার তাহের উদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথি ড.মো. শাহাজাহান আলম সাজু বলেন আজকের কৃতি শিক্ষার্থীরাই আাগামী দিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ ঘটনে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন আগামী দিনে আরো ভালো ফলাফল করে পিতা-মাতার মুখ উজ্জ্বল করবে, দেশ ও দেশের মানুষ কে ভালবাসবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ডেইলি পেনব্রীজ পত্রিকার সম্পাদক-প্রকাশক অধ্যাপক মোঃ এমদাদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল গনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাকিব মাহমুদ রাহাত এবং গীতা পাঠ করেন অনুরাগ রায়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আজিজুর রহমান ও এ কে এম বাবুল হক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে আমন্ত্রিত অতিথি সহ সংবর্ধিত শিক্ষার্থীরা আমোদিত হন।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।