ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্ভোদন, অভিবাবদের সমাদেশ ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

মো:মনির হোসেন ,ব্রাহ্মণবাড়িয়াঃ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্ভোদন, অভিবাবদের সমাদেশ ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টাই ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তিনি ছাত্র ছাত্রী এবং অভিবাবকদের উদ্দেশ্যে বলেন , আপনি একজন অভিভাবক হিসেবে সন্তানের যথাযথ পড়াশোনার বিষয় সিরিয়াস। কিন্তু বিদ্যালয় বা শিক্ষক এ বিষয়ে সিরিয়াস না। তাহলে কিন্তু সেই শিক্ষার্থী কখনো ভালো ছাত্র হতে পারবে না। তিনি আরো বলেন, শিক্ষার্থীর পড়াশোনার বিষয়ে শিক্ষকও অভিবাবক দের আরো সিরিয়াস হতে হবে । তাহলে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করা সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা সিরিয়াস হয় না। সেক্ষেত্রে ও কিন্তু একজন শিক্ষার্থী ভালো স্টুডেন্ট হতে পারবেনা। এই কারণে শিক্ষক ও অভিভাবকের দুজনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, মাহাবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া সদরেউপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন , এসময় আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ,