মক্কা মদিনার দেশে গান গাইবেন মমতাজ

বিনোদন ডেস্ক:  লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরব গিয়ে গান শুনিয়ে আসেন। এবার আবারও গান করতে মক্কা-মদিনার দেশে উড়ে গেলেন তিনি।

 

বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য। সঙ্গে আছেন তার কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন মমতাজ।

 

ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল।’

 

গায়িকা জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি।

 

মমতাজ বলেন, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’

 

 

কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ৷ চলতি মাসেই আবার দেশে ফিরবেন।

 

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠান গান পরিবেশন করেন মমতাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/pothiknews/public_html/wp-includes/functions.php on line 5309