W3Schools.com  

মিডল্যান্ড ব্যাংক এবং দ্য স্টেট আইটির চুক্তি সই

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ১১ মার্চ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এবং দ্য স্টেট আইটির মধ্যে আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

 

দ্য স্টেট আইটি একটি প্রথম শ্রেণির ঠিকাদার প্রতিষ্ঠান, যারা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বাংলাদেশ পুলিশ ইত্যাদির নেটওয়ার্ক বেস স্টেশন সরবরাহ ও ইনস্টলেশনের কাজে নিয়োজিত। কোম্পানিটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। তারা বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারক Hytera Communications Corporation Limited এর স্থানীয় অংশীদার হিসেবেও কাজ করছে।

 

মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং দ্য স্টেট আইটি লিমিটেডের চেয়ারম্যান শুভ্র চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

 

বিজ্ঞাপন

 

সমঝোতা চুক্তির আওতায় দ্য স্টেট আইটি তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী, এফআরএম, ভাইস প্রেসিডেন্ট, মিডল্যান্ড ব্যাংক এবং মিঃ সৌরভ চক্রবর্তী, গ্রুপ ডিরেক্টর, দ্য স্টেট আইটিসহ উভয় সংস্থার অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমি/পথিক নিউজ