মো: ফারদিন হাসান দিপ্ত: নরসিংদী জেলার পলাশ উপজেলার সুবিধা বঞ্চিত পরিবার ঘোড়াশাল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের হরিদাস পরিবারের সদস্যরা। জীর্ণশীর্ণ ঘরে অতি কষ্টের সঙ্গে বসবাস করে দিন যাচ্ছে তাদের। তাদের কষ্টের খবর নেওয়ার নেই কেউ। তাদের খোজ খরব নিয়ে সব সময় তাদের পাশে থাকেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। তারই ধারাবাহিকতায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তাদের মাঝে উপহার বিতরণ করা হয়। আজ রবিবার রাত ৯ টায় তাদের বাড়িতে গিয়ে এ উপহার বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের নিজ তহবিল হতে ৪০টি হরিদাস পরিবারের মাঝে এ উপহাস সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নবাব, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ মনা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।