রাজধানীর ফার্মগেটে এসি মেরামতের সময় বিস্ফোরণে মো. দিদার হোসেন (২৯) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ফার্মগেট গ্রিন সুপার মার্কেটের বিপরীত পাশে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।আহত মো. দিদার হোসেনর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। তার বাবার নাম খোরশেদ আলম।তাকে হাসপাতালে নিয়ে আসা মো. আবু নাঈম নামে এক ব্যক্তি জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা এসি মেরামতের কাজ করেন। দুপুরে ফার্মগেট এলাকায় মেরামতের সময় পুরাতন একটি এসি থেকে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন দিদার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দিদার নামের ওই যুবকের অবস্থা খুবই গুরুতর। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
সূএ: সময় নিউজ